মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:০৮ এএম

অনলাইন ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজার কাঁচাবাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও অর্ধদিবস দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

বুধবার (২২ জানুয়ারি) সকালে মালিকদের উদ্যোগে এই মানববন্ধনে অবিলম্বে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাতিজা পালিয়ে যাওয়া মেয়র ফজলে নুর তাপসের আমলে অবৈধ ভাবে দেয়া ইজারা বাতিলের দাবি জানান ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যক্তি মালিকানাধীন এই কাঁচাবাজার নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে মামলা চলছে। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই পালিয়ে যাওয়া মেয়র ২০২১ সালে স্থানীয় কাউন্সিলর শেখ আলমগীরকে দিয়ে ক্ষমতার দাপটে এই বাজার থেকে কথিত ইজারার নামে জোর করে প্রতিদিন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। তবে ৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর আর কেউ চাঁদাবাজি করতে আসেনি। কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে আওয়ামীলীগের সঙ্গে যোগসাজশ করে বিএনপির কতিপয় নেতা এই কাঁচাবাজার ইজারার নামে আবারও আওয়ামী স্টাইলেই চাঁদাবাজি করতে আসে। এসময় ব্যবসায়ীদের প্রতিরোধে তারা পালিয়ে যায়। বাজার মালিকদের দাবি তাপসের আমলের অবৈধ ইজারা প্রথা বাতিল করে চাঁদাবাজ মুক্ত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কাচাবাজার ব্যাবসায়ী সমিতির আহবায়ক মোঃ কাশেম, সদস্য সচিব মোঃ হাসান, মাছ বাজার সমিতির সভাপতি মোঃ শফিক ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ ও গণসংহতি আন্দোলন চকবাজার থানার নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে বুধবার দুপুরের পর অর্ধবেলা কাঁচাবাজার বন্ধ রাখা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে