
		অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্যতম সহযোগী দেশ চীনের সঙ্গে ঋণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীন থেকে নেয়া ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর বিষয়ে তারা ইতিবাচক। তবে সুদের হার কমানো বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
এ সময় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তা ৯০ দিনের জন্য বন্ধ করা হয়েছে। এটা শুধু বাংলাদেশের জন্য নয়। যুক্তরাষ্ট্রের নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল।
এছাড়া ব্রহ্মপূত্র নদীতে বাঁধ নির্মাণের বিষয়েও চীনকে উদ্বেগ জানানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, তবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়নি।
১৯৭৪-৭৫ অর্থবছর থেকে বাংলাদেশকে ঋণ দিয়ে আসছে চীন। এখন পর্যন্ত বাংলাদেশকে দেয়া ৩২০ কোটি ডলারেরও বেশি ঋণের সিংহভাগ ছাড় হয়েছে বিগত এক দশকে। বাংলাদেশের রিজার্ভে সক্ষমতা বাড়াতে হলে ঋণ ছাড়ের ব্যবস্থা করতে হবে বলে অভিমত অর্থনীতিবিদদের।
মন্তব্য করুন