
		নিজস্ব প্রতিবেদক: দ্রুত নির্বাচনসহ ১০ দফা দাবিতে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, ন্যুনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবিসহ আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তুলতে একমত হয়েছেন তারা। আগামী জাতীয় নির্বাচন, সংস্কার কার্যক্রম ও দাবি আদায়ে রাজনৈতিক কর্মসূচির নিয়ে সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করে বিএনপি’র লিয়াজোঁ কমিটি। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে বৈঠকে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। প্রায় দেড়ঘন্টাব্যাপী বৈঠকে দশ দফা দাবিতে একমত হন দুই দলের নীতি নির্ধারকরা।ইসলামী আন্দোলনের আমীর বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চান তারা। আগামী দিনের পথচলার রোডম্যাপ চূড়ান্ত করতে ধারাবাহিকভাবেই এমন বৈঠক অব্যাহত থাকবে বলেও জানান দুই দলের শীর্ষ নেতারা।
মন্তব্য করুন