
		নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এ কথা জানান ঢাকা সফররত ইইউ প্রতিনিধি দলের মুখপাত্র মাইকেল লিডারওয়ের।
দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময়ে পাওয়া বিষয়গুলো প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করেন তিনি।
পরে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ভোটারদের আস্থা ফেরানোর কথা জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন। প্রবাসীদের ভোটার করার বিষয়ে আলোচনায়ও অগ্রগতি হয়েছে।
মন্তব্য করুন