
		নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের এক সপ্তাহ পরও কামরাঙ্গীরচরের উবার চালক মো. আল আমিনের সন্ধান পায়নি তার পরিবার।
গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে আল আমিন বড় গ্রামের বাসা থেকে তার রাইড শেয়ারের বাইক নিয়ে বের হন। এরপর আর ফিরেননি।
তার স্ত্রী শারমিন আক্তার জানান, ২৩ জানুয়ারি বিকেল চারটায় তিনি তার বাইক নিয়ে বাসা থেকে বের হন। এর পর আর বাসায় ফিরেননি। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে অবহিত করা হয়। ঘটনার তিন দিন পর ২৬ জানুয়ারি নিখোঁজ আল আমিনের মা রাসিদা বেগম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় ছেলে নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়রি করেন। এরপর পুলিশ অনুসন্ধান শুরু করলে জানতে পারে বৃহস্পতিবার মধ্যে রাতে কাকরাইল থেকেই তার ফোনটি বন্ধ হয়। বন্ধ হওয়ার আগ পর্যন্ত আল আমিনের সাথে যাদের ফোনে কথা হয়েছে তাদের সাথে যোগাযোগ করেছে পুলিশ। কিন্তু নিখোঁজের কোন সন্ধান পাওয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন