
		ফাহিম মোনায়েম : রাজধানীতে খালের প্রাণ ফিরিয়ে দিতে খনন ও উচ্ছেদ অভিযান শুরু করেছে সরকার। ব্লু নেটওয়ার্কের আওতায় ১৯টি খাল পর্যায়ক্রমে বর্ষার আগেই খনন করা ঘোষণা দেয়া হয়। সকালে, রাজধানীর মিরপুরের ১৩ নম্বরের বাউনিয়া খাল দিয়ে শুরু হয় খাল উদ্ধারের এ কার্যক্রম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা খালগুলোর প্রাণ ফেরাতে নগরবাসীর সহযোগিতা চাইলেন।
স্বাধীনতার পর ঢাকায় ৫৭টি খাল থাকলেও বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে ২৬টিতে, যার অধিকাংশের অবস্থাই বেশ নাজুক। ড্রেন ও শিল্প কলকারখানার ময়লা পানি, বর্জ্য ও দখল করে বসতি গড়ে তোলার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানী। দখল-দূষণে মৃতপ্রায় রাজধানীর খালগুলো।
গবেষণা প্রতিষ্ঠান আরডিআরসি তথ্য বলছে, শুধুমাত্র ১৫ খাল খনন করতে পারলেই দূর হবে ঢাকার ৮০ ভাগ জলাবদ্ধতা।
ঢাকা নগরীকে জলাবদ্ধতা মুক্ত ও খালগুলোর জৌলুশ ফিরিয়ে দিতে ১৯টি খাল উদ্ধারের উদ্যোগ নেয় সরকার। তারই প্রথম ধাপে ৬টি খাল সংস্কারের মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। যার মধ্যে ডিএনসিসি এলাকায় ৪টি খাল: বাউনিয়া, কড়াইল, রূপনগর ও বেগুনবাড়ি এবং ডিএসসিসি এলাকায় ২টি খাল: মান্ডা ও কালুনগর।
মিরপুর-১৩-তে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির ৬টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন অর্ন্তবর্তী সরকারের তিন উপদেষ্টা। বলেন, খালের প্রাণ ফিরিয়েদিতে সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন স্থানীয় বাসিন্দাদের।
খালের অবৈধ দখল, অনুপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা এবং সঠিক পরিকল্পনার অভাব জলাবদ্ধতার জন্য সবচেয়ে বেশি দায়ী মনে করছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন