
		নিজস্ব প্রতিবেদক : ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে তিতুমীরের সামনের সড়ক অবরোধ করেছে কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচির ধারাবাহিকতায় এই অবরোধ। এদিকে আজ পঞ্চম দিনের মতো অনশনে আছেন শিক্ষার্থীরা। সরকার দাবি মেনে কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ৭ দফা দাবিতে শনিবার বিকেল থেকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি পালন করছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এই কর্মসূচির ধারাবাহিকতায় রোববার বেলা ১২টা থেকে কলেজের সামনের গুলশান-মহাখালী সড়ক অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কলেজের আশপাশে র্যাব ও পুলিশের অবস্থান দেখা গেছে।
সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ আছে। এতে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়ে। তবে এম্বুলেন্স চলাচলের সুয়োগ করে দিচ্ছে আন্দোলনকারীরা।
সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন সরকার কার্যকর পদক্ষেপ নিলে তাদের রাস্তায় আন্দোলন করতে হতো না। ইজতেমার জন্য আজ অবরোধের আওতায় নেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও রেলপথ।
এদিকে পঞ্চম দিনের মতো দাবি আদায়ের লক্ষ্যে চলছে তিতুমীরের শিক্ষার্থীদের অনশন। অনশনে অসুস্থ হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার তাদের মধ্যে থেকে সুস্থ হয়ে কয়েকজন আবার অনশনে যোগ দিয়েছেন।
মন্তব্য করুন