
		নিজস্ব প্রতিবেদক: রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিয়ান মিডলহ্যাফের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বাংলাদেশের যুব সমাজের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি, স্কিল ডেভেলপমেন্ট, বিদেশে শ্রম বাজার অন্বেষণ,সুষ্ঠু পানি ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, তৈরি পোশাক শিল্পের বিকাশ সহ নানান সমসাময়িক বিষয়ে আলোচনা হয়। ডাচ রাষ্ট্রদূতের রাষ্ট্র সংস্কার বিষয়ক অগ্রগতি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার মূলক একটি কাজ।রাষ্ট্র গঠনে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বাকি কমিশনগুলো যথাযথ সময় তাদের প্রতিবেদন জমা দিবে।
উপদেষ্টা বলেন, এক সময় বাংলাদেশে শিক্ষার অভাব প্রধান সমস্যা ছিল তবে বর্তমানে বেকারত্ব বাংলাদেশের যুব সমাজের প্রধান সমস্যা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে বিভিন্ন ট্রেনিং প্রদানের মাধ্যমে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের কাজ করছে। উপদেষ্টা বলেন, আমরা এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করেছি। এ বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু হয়েছে। উদ্যোক্তা তৈরি এবং স্টার্ট-আপ বিজনেসের মাধ্যমে যুব সমাজকে অন্তর্ভুক্ত করার হচ্ছে। এই বিষয়ে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।
মন্তব্য করুন