
		নিজস্ব সংবাদদাতা: আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগি হিসেবে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে সিআরআইয়ে অভিযান চালিয়েছে দুদক। এসময় আইএফআইসি ব্যাংকে প্রতিষ্ঠানের নামে ৩৫ কোটি টাকার এফডিআরসহ বিভিন্ন ব্যাংকে লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। যদিও অভিযানকালে মেলেনি সিআরআইয়ের অফিসের অস্তিত্ব।
ভিন্নমতের বিরুদ্ধে আওয়ামী লীগের অপপ্রচারে দলটির গবেষণা সেল হিসেবে পরিচিত সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন বা সিআরআই। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে মঙ্গলবার দিনভর প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক। যদিও ধানমন্ডিসহ একাধিক স্থানে সিআরআই-এর ঠিকানা ব্যবহার করা হলেও সেখানে মেলেনি অস্তিত্ব।
এছাড়া, ট্রাস্টের অনুকূলে অনুদান বরাদ্দ কিংবা বিভিন্ন মন্ত্রণালয়ের অর্থ নয়-ছয়ে জড়িত থাকার অভিযোগও আছে সিআরআই-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআরের তথ্য পেয়েছে। এছাড়া ডাচ বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংকে লেনদেনের নথি হাতে পেয়েছে দুদক। দুদক বলছে, সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়সহ উচ্চ পর্যায়ের পদগুলোতে রয়েছে শেখ পরিবারের সদস্যরা। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে সংস্থাটি।
এদিন পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২ কোটি ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দিয়েছে দুদক।
মন্তব্য করুন