মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

উপজেলায় পূর্ণাঙ্গ আদালতের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম

নিজস্ব সংবাদদাতা: উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ আদালত করার প্রস্তাবনা দেবে স্থানীয় সরকার সংস্কার কমিশন। জেলা পরিষদকে প্রকৃত অর্থে কার্যকর করার সুপারিশও থাকবে। মঙ্গলবার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ এসব তথ্য জানিয়েছেন। এদিন, স্থানীয় সরকার সংস্কারে ১৫ দফা সুপারিশ দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এদিকে, আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর করতে সংস্কার কমিশন করেছে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশন অংশীজন ও সাধারণ নাগরিকদের কাছ থেকে প্রস্তাব নিচ্ছে। মঙ্গলবার স্থানীয় সরকার ইনস্টিটিউটে স্থাপিত কার্যালয়ে কমিশন প্রধানের কাছে জাতীয় নাগরিক কমিটি তাদের সুপারিশ তুলে ধরে।

এদিন, জাতীয় নাগরিক কমিটি ১৫ দফা দাবি তুলে ধরে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারে।

নাগরিক কমিটির নেতারা জানান, দেশকে প্রদেশে বিভক্ত করা অপ্রয়োজনীয়, স্থানীয় সরকার কার্যকর করতে হবে।

কমিশনে প্রধান তোফায়েল আহমেদ জানান, জাতীয় নাগরিক কমিটির প্রস্তাবনা ইতিবাচক। উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ আদালত করার প্রস্তাব দেয়ার কথাও জানান তিনি।

এদিকে, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি জানান, ১৮২ পৃষ্ঠার শতাধিক সুপারিশ সম্বলিত প্রতিবেদনটি জমা দেয়ার পর প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে