
		নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থেকে শাওনকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
শুক্রবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি। এদিকে, সন্ধ্যায় জামালপুরের নরুন্দিতে শাওনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
মন্তব্য করুন