
		তারেক সিকদার: রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো এবং উন্নত যাত্রীসেবা নিশ্চিতে টিকিট ও কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালু হলেও ফেরেনি শৃঙ্খলা। বাইরে নতুন রং করলেও এসব বাসের ভেতরে সেই আগের পুরোনো দশাই আছে। কাউন্টার ছাড়াই এখনও যত্রতত্র যাত্রী ওঠানামা হচ্ছে। এতে হতাশা জানান যাত্রীরা। যানজটের নগরী ঢাকাকে শৃঙ্খলায় ফেরাতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এবারও বেশ কিছু উদ্যোগ নেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ঢাকার আবদুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২১টি কোম্পানির বাস একক কোম্পানির অধীন পরিচালনা করার উদ্যোগ নিয়েছে তারা। এর আওতায় ২ হাজার ৬১০টি বাস চলাচল করবে। বাসগুলোর রং হবে গোলাপী। কিন্তু শুক্রবার রাজধানীর সড়কে দেখা যায়, হাতে গোণা কয়েকটি গোলাপী বাস। যাত্রীরা বলছেন, বাইরে নতুন রং করলেও ভেতরটা আছে আগের মতোই। এছাড়া এবার চালু করা হয়েছে ই-টিকিটিং পদ্ধতি। এসব বাস চলবে কাউন্টার পদ্ধতিতে। যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাসে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্থান ছাড়া বাস দাঁড় করানো হবে না। যাত্রী ওঠানামাও করবে নির্দিষ্ট স্থানে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। যত্রতত্র ওঠানামা করানো হচ্ছে যাত্রী। তবে সংশ্লিষ্টরা বলছেন, শিগগিরই এই কার্যক্রমে পুরো শৃঙ্খলা আসবে। বৃহস্পতিবার থেকে রাজধানীতে চালু হয় টিকিট ও কাউন্টারভিত্তিক বাস সার্ভিস।
মন্তব্য করুন