
		নিজস্ব সংবাদদাতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্হিবিশ্বে নেতিবাচক প্রচারণা চালাতে বিপুল অর্থ খরচ করছে পতিত ফ্যাসিস্টরা। জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহের গ্রাফিতিঃ ২৪-’র গণঅভ্যুত্থান’ শিরোনাম প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ বিষয়ে ভারতের মিডিয়া ইন্ধন দিচ্ছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, দেশটির গণমাধ্যম বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের মতো গণতান্ত্রিক দেশের মিডিয়া ফ্যাস্টিসদের পক্ষ নিয়েছে।
দ্রোহের গ্রাফিতিঃ চব্বিশের গণঅভূত্থান শিরোনামের প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জি এম রাজিব হোসেনের প্রকাশনার এই মোড়ক উন্মোচনে রাজনীতিবিদসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, স্বৈরচার বিরোধী গ্রাফিতিকে ছড়িয়ে দিতে হবে। ভারতের মিডিয়া বাংলাদেশে বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যতই ষডযন্ত্র হোক ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে দেয়া উষ্কানিকে প্রশ্রয় দিচ্ছে ভারত।
ষডযন্ত্রের বিরুদ্ধে সকলকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন