
		নিজস্ব প্রতিবেদক: মতিঝিল সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ন্যাশনাল ইকো এন্ড এস্ট্রো কার্নিভাল। ইকো এন্ড স্পেশ ক্লাব আয়োজিত এই কার্নিভালে তিনদিনে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। শনিবার শেষ দিনে তিনশতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে দেশের সম্ভাব্য সমস্যাগুলো নিধনের সমাধানের পথ তৈরি করার চেষ্টা করেছে। যার মধ্যে অন্যতম ছিলো ক্ষুদে শিক্ষার্থীদের প্রেজেন্টেশান। কি ভাবে বৃক্ষ নিধন না করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়। এছাড়া চন্দ্র অভিযান ও পরিবেশ দূষণের উপর প্রেজেন্টেশন করা হয়। কিভাবে অটো সুইচে পানির অপচয় করা যায়, বাজেট বাঁজেটে অর্থ বাঁচানো, নাবায়নযোগ্য এমন সব তথ্য দেয়াল লিখনিতে উপস্থাপন করা হয়।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে শুরু হয় অনুষ্ঠান। দিনব্যাপী ছিলো অলিম্পিয়ার্ড তিনটি ক্যাটাগরিতে দুইশতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। এরপর ছিলো উপস্থিত বক্তৃতা। সেখানে পরিবেশ রক্ষা ও বায়ু দুষণের উপর চমৎকার সব তথ্য উঠে আসে। ক্ষুদে শিক্ষার্থীদের এই আয়োজন অভিবাবকদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিঝিল সরকারি বালক বিদ্যালয় এসোসিয়েশনের সাবেক সভাপতি মহসিন আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা আবদুস সালাম।
বৃহস্পতিবার তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ইন্সটিটিউটের সাবেক পরিচালক ইকরাম আহমেদ। ক্ষুদে শিক্ষার্থীদের এমন আয়োজনে তার মুগ্ধ হন।
মন্তব্য করুন