
		নিজস্ব সংবাদদাতা: যতদিন পর্যন্ত ডেভিল নির্মূল না হবে ততদিন পর্যন্ত এই অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট ঊপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম।
রোববার (০৯ ফেব্রুয়ারি ) সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, সম্প্রতি গাজীপুরের ঘটনায় যারা জড়িত তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও আনা হবে। তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করছে তাদেরকে এই অপারেশন হান্টে টার্গেট করা হচ্ছে।
এসময়, ৪ জন নয়, ৫ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রেফতারকৃত পুলিশ কর্মকর্তাদের অপরাধ দেশবাসী জানে।
মন্তব্য করুন