
		নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলার ৯ম দিন আজ। বইপ্রেমীদের মনের খোরাক মেটাতে প্রতিদিনই আসছে নতুন নতুন বই। প্রকাশিত হয়েছে ৯৭টি নতুন বই। এ নিয়ে ৯ দিনে মোট প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৮তে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ বিকেল ৩টায় শুরু হয় অমর একুশে বইমেলা। এরপর বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘মাকিদ হায়দারের কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
আজ লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন— আবু সাঈদ খান এবং পাভেল পার্থ। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সাহেদ মন্তাজ, শাহ কামাল সবুজ এবং আফরোজা পারভীন।
আজ ছিল ফয়জুল আলম পাপ্পুর পরিচালনায় আবৃত্তি সংগঠন প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন এবং ঢালী মোহাম্মদ দেলোয়ারের পরিচালনায় নৃত্য সংগঠন বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী সুমন মজুমদার, শারমিন সাথী ইসলাম, সুনীল সূত্রধর, ড. পরিতোষ মণ্ডল, ফারহানা আক্তার শার্লি এবং শাহনাজ নাসরীন ইলা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার ১০ম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : মনিরুজ্জামান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
মন্তব্য করুন