
		নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকায় হঠাৎ দেখা দিয়েছে পানি সংকট। এর মধ্যে হাজারীবাগ, লালবাগ, আজিমপুর নিউ পল্টনের কয়েকটি এলাকায় পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ৭ দিন পার হলেও নেই ওয়াসার কোন উদ্যোগ। দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তোভুগিরা।
রাজধানীর হাজারিবাগে এক সপ্তাহ ধরে তীব্র পানি সংকট হওয়ায় এমন পরিস্থিতি। পানির লরির ডিমান্ড দিলেও সময় মতো তা সরবরাহও হচ্ছে না।
এমন পানির সমস্যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, হাজারীবাগ, আজিমপুর এলাকায়। যাদের সামর্থ নেই তারা ওয়াসার পাম্প থেকে পানি সংগ্রহ করছেন। আর যাদের সামর্থ আছে তারা গাড়ীতে পানি কিনে নিচ্ছেন। তাতেও বাড়তি চার্জ দিতে হয় এমন অভিযোগ এলাকাবাসীর।
ওয়াসা কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি। দেখা গেলো নতুন করে ঐ এলাকায় পানির পাম্প বাসানো হচ্ছে। ঠিকাদার বলছে, পানির স্তর কমে যাওয়ায় নতুন করে পাম্প কুপ খনন করা হচ্ছে।
বিকল্প পানির ব্যবস্থা করে কুপ খনন করার দাবি এলাকাবাসীর।
মন্তব্য করুন