মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সাগর-রুনি হত্যা: বিচারের প্রতীক্ষায় পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ এএম

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তের বছর পেরিয়ে গেলেও হত্যার রহস্য এখনো উন্মোচিত হয়নি। বারবার হাত বদল হয়েও এতো বছরে এই মামলায় কোন তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো। বর্তমানে মামলাটি পরিচালনার জন্য টাস্কফোর্স কমিটি করে দেয়া হলেও কোন সুরাহা হয়নি। তবে আইনজীবী এবং পরিবারের সদস্যরা এখন সঠিক বিচার পাওয়ার আশাবাদী। বিগত সরকারের সংশ্লিষ্টতার কারণে মামলায় কোন অগ্রগতি হয়নি বলেও অভিযোগ তাদের।

তেরোটি বছর পেরিয়ে গেলেও এখনো কোনো আশার আলো দেখাতে পারেনি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তকারী সংস্থা গুলো। থানা পুলিশ ডিবি এবং র‌্যাবের হাত ঘুরে বর্তমানে হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে পিবিআই।

পিবিআই এর তদন্ত কারী দল এই মামলার সাথে বিগত সরকারের আমলে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা এবং প্রশাসনিক কর্মকর্তাদের তদন্ত কাজকে ব্যাহত করার সংশ্লিষ্টতা পেয়েছে বলে জানিয়েছেন মামলার আইনজীবী শিশির মনির । টাস্কফোর্স নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রতিবেদনে জমা দেবে বলে আশা জানিয়েছেন তিনি।

এসময় পরিবারের পক্ষ থেকে এই সরকারের আমলে সঠিক বিচার পাওয়া নিয়ে আশার কথা জানান।

২০১২ সালে এই দিনে পূর্ব রাজাবাজারের বাড়িতে নির্মমভাবে খুন হয় সাংবাদিক দম্পতি সাগর রুনি। তেরো বছরে ১১৫ বার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সময় নেয়া হয়েছে। সবশেষে প্রতিবেদন জমা দেয়া তারিখ ছিল গেল ২৭শে জানুয়ারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে