মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নির্বাচন নিয়ে টালবাহানা করছে কিছু দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে কয়েকটি রাজনৈতিক দল বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করছে, মানুষের ভোটাধিকার হরণ করতে চাচ্ছে। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচার শেষ করে নির্বাচন করা সম্ভব নয়।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য নবায়ন কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এর উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ের সামনে বিরাজ করে উৎসবের আমেজ। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার পরিবর্তন হলেও দ্রব্যমূল্যের সিন্ডিকেটে কোন পরিবর্তন হয়নি। গত সরকারের সিন্ডিকেটের লোকেরা এখনো রয়ে গেছে।

তিনি বলেন, যারা নির্বাচনকে ব্যাহত করতে চায়, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে।

সদস্য নবায়নে সুযোগ-সন্ধানী ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে মির্জা আব্বাস বলেন, সবাইকে সাবধান হতে হবে, ইতিহাস ভুলে গেলে হবে না।

এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই এখনো লড়াই করেছে দেশের মানুষ।

জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন হবে? এমন প্রশ্ন উত্থাপন করে রিজভী বলেন, বিরাজনীতিকরণের কারণে দেশের গণতন্ত্র ভঙ্গুর হয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে