মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ এএম

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল বলে দাবি করেছেন অ্যাটর্নী জেনারেল মো: আসাদুজ্জামান। আইন অনুযায়ী শেখ হাসিনাকে ভারতে গিয়ে বিডিআর বিদ্রোহের বিষয়ে তদন্ত কমিশন জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও তিনি জানান। এসময় ভারতের সমালোচনা করে অ্যাটর্নী জেনারেল বলেন একজন খুনিকে আশ্রয় দিয়ে দেশটি বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে।

শনিবার রাজধানীর এফডিসিতে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছে; এমন প্রতিপাদ্য নিয়ে ছায়া সংসদ বির্তকের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

এই বিতর্ক প্রতিযোগিতায় রাজধানীর দুটি শিক্ষা প্রতিষ্ঠান, তেজগাঁও কলেজ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অংশ নেয়। এতে বিজয়ী হয় তেজগাঁও কলেজ।

এ সময় সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ বলেন, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। দিনটিকে শোক দিবস ঘোষণার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল।

তিনি বলেন, সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদের নিষ্ক্রিয়তা এই হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ বহন করে। পাশ্ববর্তী রাষ্ট্র একজন খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুকে ষড়যন্ত্রমূলক ভাবে এ মামলায় জড়ানো হয়েছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে