মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সংস্কারের প্রস্তাবে সবার একমত হওয়া জরুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দ্বিতীয় অধ্যায় শুরু হলো। কারো ষড়যন্ত্রের কারণে এই অধ্যায় যাতে ব্যর্থ না হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত শক্তি নানা ভাবে এখনো ষড়যন্ত্র করছে, তবে বিশ্ব সমর্থনের কারণে তারা সুবিধা করতে পারছে না বলেও জানান তিনি। আগামী নির্বাচন নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেই কাঠামো গঠন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার বিকেল রাজধানীর বেইলী রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াত, বাসদ, গণফোরামসহ প্রায় ২৬ টি দল অংশ নেয়।

বৈঠকের প্রারম্ভিব বক্তব্যে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, গণঅভ্যূত্থানের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বৈরাচারি কাঠামো থেকে পূর্ণরুপে বেরিয়ে আসার আইন তৈরি করা হবে যাতে আগামীতে সুন্দর ভাবে দেশ পরিচালিত হতে পারে। তিনি বলেন, সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হওয়া জরুরি। একমত হলে কীভাবে বাস্তবায়ন হবে সে উপায় বেরিয়ে আসবে। একমত না হলে আমাদের মুক্তি নেই।

নতুন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দলকেই ঐক্যবদ্ধভাবে এই সমর্থনকে এগিয়ে নেয়ার কাজ করতে হবে।

এদিকে, বৈঠকের বিরতিতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব সাংবাদিকদের জানান জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে বিশ্ববাসীরে কাছে পরিস্কার হয়ে গিয়েছে বাংলাদেশে কি ঘটেছে।

বৈঠক শেষে নিজেদের অবস্থানের কথা সাংবাদিকদের জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে