মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগির বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, শিগগিরই সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠক করা হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, আজকের বৈঠকটি সংলাপ ছিল না। এটি মূলত জাতীয় ঐকমত্য কমিশনের প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে আলোচনা। আমরা এটিকে কমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবেই দেখছি। তিনি জানান, বৈঠকে ২৭টির বেশি রাজনৈতিক দল ও জোটের মোট ১০০ জনেরও বেশি নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৩২ জন নেতা তাদের মতামত প্রকাশ করেছেন।

আলী রীয়াজ বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট হয়েছে- জাতীয় ঐক্য রক্ষার কোনো বিকল্প নেই। তারা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে একমত এবং জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টার বক্তব্য উল্লেখ করে আলী রীয়াজ বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, জাতীয় ঐক্য ছাড়া সামনে এগোনো অসম্ভব। আমাদের প্রত্যেকের দায়িত্ব- রাজনৈতিক দল, সমাজের নাগরিক এবং মানুষ হিসেবে এই সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে