
		নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরাণীগঞ্জে অস্ত্রের মুখে সৌদি প্রবাসীর ছিনিয়ে নেয়া অর্ধ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে।
ভুক্তভোগীরা জানায়, গেল বৃহস্পতিবার সৌদি প্রবাসী মো. রাসেল আহম্মেদ বাড়ি নির্মাণ ও ঋণ পরিশোধ করতে ঢাকার তাতীবাজারের তিনটি দোকানে ৩৮ ভরি স্বর্ণ বিক্রয় করেন। এসময় তার ফুফাত ভাই তার সাথে ছিল। স্বর্ণ বিক্রির পর তারা টাকা নিয়ে বাড়ির ফেরার জন্য সিএনজি অটোরিকশা করে তাতি বাজার থেকে কেরাণীগঞ্জের কদমতলী চৌরাস্তায় আসে। পরে আরেকটি সিএনজি অটোরিকশায় উঠেন।
সিএনজি অটোরিকশা করে দক্ষিণ কেরাণীগঞ্জের আন্ডারপাসে আসার পর একটি সাদা মাইক্রোবাসে কয়েকজন যুবক তাদের সিএনজি অটোরিকশাটি গতিরোধ করে। পরে র্যাব পরিচয় দিয়ে তাদের মাইক্রোবাসে তুলে দেয়। এরপর গামছা দিয়ে চোখ বেঁধে ও হাতে হাতকড়া পরিয়ে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের সড়কে নামিয়ে দিয়ে ডাকাত দল মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীরা ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি টাকা উদ্ধারের দাবি জানান।
মন্তব্য করুন