মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকার অন্যায়ভাবে প্রশাসনকে ব্যবহার করবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪ এএম

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার অন্যায়ভাবে প্রশানসনকে ব্যবহার করবে না বলে জানিয়েছেন উপদেষ্টারা। সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনে মন্ত্রণালয় ভিত্তিক কার্য-অধিবেশনে যোগ দিয়ে একথা জানান তারা।

এসময় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা ঘোষণা করা হবে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আযম।

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন আজ রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রথম কার্য-অধিবেশনে যোগ দেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এসময় সারাদেশ থেকে আসা জেলা প্রশাসকদের নানা বক্তব্য উপস্থাপন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়। পরে বৈঠকের বিষয় সাংবাদিকদের খাদ্য উপদেষ্টা জানান, ঈদুল ফিতরের সময় সারাদেশে এক কোটি পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে চাল দেয়া হবে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধ পরিকর অন্তর্বর্তী সরকার।

অর্থ বিভাগ, অভ্যন্তরীন সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় কার্য অধিবেশনে যোগ দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা এখন মোটামুটি ভালো। জেলা শহরগুলোতে করদাতাদের চিহ্নিত করে তাদের করের আওতায় আনার কথা জানান অর্থ উপদেষ্টা।

সারাদেশ থেকে আসা জেলা প্রশাসকদের সাথে দিনের তৃতীয় অধিবেশনে মতবিনিময় করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের বৈঠকের নানা দিক নির্দেশনার বিষয়ে তুলে ধরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানান, এ সপ্তাহের জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে নীতিমালা চূড়ান্ত ও অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে।বিকেলে আরো কিছু মন্ত্রণালয়ের সাথে বৈঠক নির্ধারিত রয়েছে জেলা প্রশাসকদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে