
		নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ অর্থনীতি সমিতি’র অফিস দখলে নিতে মুখামুখি অবস্থানে দুই গ্রুপ। বিকেলে ভর রাজধানীর ৪/সি ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত সমিতির অফিসে বিরাজ করছিলো চরম উত্তোজনা। ঘটে হাতাহাতির ঘটনাও।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) অর্থনীতি সমিতির অফিস দখলে নিতে আসা এডহক কমিটির সভাপতি আজিজুর রহমান বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে ১৬ বছর সমিতি দখল করে রেখেছিলো, বরকত-খলিকুজ্জামান ও আইনুল ইসলামরা। যারা, অর্থপাচারকারী ও আওয়ামী লীগের চিহ্নিত দোসর। তিনি আরো বলেন, ৩১ ডিসেম্বর গঠিত অর্ন্তবর্তীকালীন কমিটির মধ্যে ১০ জন আওয়ামী লীগের চিহ্নিত দোসর।
কমিটিতে একজন র’ এর এজেন্টও আছে বলে দাবী তার। ৩০ সেপ্টম্বর ৫১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করার পর ১২ ফেব্র“য়ারি অর্থনীতি সমিতির অফিস দখলে নেয়া হয়েছে বলে দাবীও করেন এডহক কমিটির সভাপতি আজিজুর রহমান।
যদিও আজ সংবাদ সম্মেলন করতে যেয়ে তারা দেখেন সমিতির অফিস আবার আগের কমিটি দখল করে রেখেছে।
মন্তব্য করুন