
		নিজস্ব সংবাদদাতা: আওয়ামী লীগ ফেসবুক ভিত্তিক কর্মসূচী দিলেও সম্ভাব্য নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের সংস্কার করা কার্যালয় উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় ডিএমপি কমিশনার বলেন, সম্মিলিতভাবে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা হচ্ছে।
ঢাকা শহরে অচিরেই ছিনতাই বন্ধ হবে। দাবি আদায়ে সড়ক বন্ধ করে আন্দোলন না করে নির্দিষ্ট মন্ত্রণালয়ে গিয়ে দাবি জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন