
		নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থান বাস্তবায়নে তরুণদের অবদান ও ভয়াল স্মৃতি তুলে ধরে রাজধানীতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। এতে তরুণদের আত্মদান ও নানাভাবে নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের প্রধান কাজ। আর নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উজ্জীবিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে তরুণদের অবদান ও আত্মত্যাগ তুলে ধরে রাজধানীর প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ- পিআইবিতে শুরু হয়েছে দুই দিনের তারুণ্যের উৎসব। এতে স্থিরচিত্র ও ভিডিওগ্রাফির মাধ্যমে গণঅভ্যুত্থানের নানা পট পরিবর্তনের সময়কে তুলে ধরা হয়।
পিআইবির সেমিনার হলে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অন্য অতিথিরা।
অভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হওয়া শাকিলের মা ভয়াল সে দিনের কথা তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন। সন্তানের কথা বলতে গিয়ে মূর্ছা যান তিনি।
এসময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, তরুণরাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে, তাদের সব সময় উজ্জীবিত করতে হবে।
অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, শেখ হাসিনা শুধু প্রশাসনকে নয়, মানুষকেও নষ্ট করে গেছে। পরে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
মন্তব্য করুন