মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ক্ষমতায় বসে নতুন দল করা যাবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ এএম

নিজস্ব সংবাদদাতা: নতুন রাজনৈতিক দল গঠনে সরকারের পৃষ্ঠপোষকতা মানা হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে নতুন সরকারের প্রয়োজন দেখা দেবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, পতিত স্বৈরাচারের চক্রান্তের বিরুদ্ধে আজও জেলায় জেলায় সমাবেশ করেছে বিএনপি।

নতুন করে সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য ঢাকা মহানগরে আগ্রহী শিক্ষার্থীদের মাঝে বুধবার ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, শুধুমাত্র আন্দোলন আর সংগঠনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রদলের নেতাকর্মীদের জ্ঞানচর্চার ওপর গুরুত্ব দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সংকট সমাধানে নির্বাচনের দাবি উঠলেও সরকারের আচরণে সন্দেহের সৃষ্টি করছে। সরকারে থেকে কোনো কোনো উপদেষ্টার নতুন দল গঠনের উদ্যোগের সমালোচনা করেন তিনি।

এদিকে, নিত্যপন্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত সরকারের চক্রান্ত প্রতিরোধের দাবিতে এদিনও বিভিন্ন জেলায় সমাবেশ করেছে বিএনপি। বুধবার নোয়াখালী জেলার, রাজবাড়ী, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, পিরোজপুর, সিলেট ও জামালপুর জেলায় আয়োজিত সমাবেশে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এসময় তারা বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে