
		নিজস্ব প্রতিবেদক : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ খাদের কিনারায় পৌঁছে গিয়েছিলো, সেখান থেকে তুলে আনার চেষ্টা করছে সরকার।
শনিবার রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সমাবর্তনে তিনি একথা বলেন। এবার এআইইউবির ২২তম সমাবর্তন বক্তা ছিলেন বিশিষ্ট লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান। এতে ২ হাজার ৫শ’ ৪৭ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।
এছাড়া, কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের স্বর্ণপদক, অ্যাকাডেমিক পুরস্কার ও সনদপত্র দেয়া হয়। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা আরও বলেন, শিক্ষা সমাজে সমতা আনার কাজ করে।
মন্তব্য করুন