
		নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবীর খান বলেছেন, রমজানের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সেহরি, ইফতার এবং তারাবির নামাজের সময় কোন লোডশেডিং হবে না।
শনিবার বিজিএমইএ ভবনে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। এসময় শিল্প কারখানায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
আগামী ৫ বছরের মধ্যে প্রায় সাড়ে চার হাজার মেগাওয়াড নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে লক্ষ্যমাত্রার কথাও জানান বিদ্যুৎ উপদেষ্টা।
মন্তব্য করুন