
		নিজস্ব সংবাদদাতা: গুলি করে কুপিয়ে ব্যবসায়ীর স্বর্ণলুটের ঘটনায় সোমবার বিক্ষোভে উত্তাল ছিল রাজধানীর বনশ্রী এলাকা। রাস্তা অবরোধ করে ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান এলাকার ব্যবসায়ীরা। এদিকে, ভিকটিমের পরিবারের অভিযোগ, লুটের ঘটনায় বাড়ির মালিক ও দারোয়ান জড়িত থাকতে পারে। পুলিশ বলছে, সাতজনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। আটক করা হয়েছে বাড়ির দারোয়ানকে। রাজধানীর বনশ্রী এলাকায় রোববার রাতে ছিনতাইয়ের দৃশ্য এটি। সংঘবদ্ধভাবে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ীকে আটকিয়ে গুলি ছুঁড়ে লুট করা হয় সাথে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা। বনশ্রীর ডি ব্লকের ৭ নাম্বার রোডে ব্যবসায়ী আনোয়ারের কাছ থেকে যখন স্বর্ণাঙ্কার লুট করা হচ্ছিল-প্রাণভয়ে চিৎকার করছিলেন-সব দেখেও তার পরিবার বাঁচাতে আসতে পারে নি। কেননা গেটের চাবি দেয় নি বাড়ির মালিক।ঘটনার পর থেকে বাড়ির মালিক পলাতক। আর দারোয়ান গেট বন্ধের বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারে নি।গুলি ও লুটের ঘটনায় সোমবার বিক্ষোভ করেছে বনশ্রীবাসী ও ব্যবসায়ীরা। সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে অবরোধ করা হয় বনশ্রীর সড়ক।পরে রামপুরা থানার পুলিশ এসে ব্যবসায়ীদের আশ্বস্ত করলে রাস্তা ছেড়ে দেয় তারা। পুলিশ জানায়, সাতজনকে শনাক্ত করা হয়েছে। এদিকে, গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মন্তব্য করুন