মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাজধানীতে চলছে ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ এএম

নিজস্ব প্রতিবেদক: অপরাধ দমনে শুরু হয়েছে ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় সোমবার দিবাগত রাতে চলে যৌথ বাহিনীর অভিযান। বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বসানো হয় তল্লাশি চৌকি। এছাড়া অলি-গলিতে টহল দেয় বাহিনীর পেট্রোল টিম। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করে যাবেন তারা। সম্প্রতি রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে দুটি ছিনতাই ও গুলির ঘটনায় নড়েচড়ে বসেছে সরকার। শুধু রাজধানী নয়, সারাদেশে বেড়েছে ছিনতাই, ডাকাতির মতো অপরাধ। পরিস্থিতি সামাল দিতে র‌্যাব, পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সমন্বয়ে শুরু হয়েছে বিশেষ টহল অভিযান ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম। সোমবার দিবাগত রাতে বিভিন্ন সড়কে চলে যৌথ বাহিনীর তল্লাশি। এমনকি পাড়া মহল্লাতেও ছিলো র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাতেও তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। চেক পোস্টগুলোতে ছিলো কঠোর নজরদারী।আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে নগরবাসী। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নগরবাসীকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। এদিকে, অলিগলিতে আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি পাহারাতে ছিলো স্থানীয়রাও ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে