
		নিজস্ব সংবাদদাতা: নিজেদের মধ্যে হানাহানি ভেদাভেদ দেশের স্বাধীনতাকে বিপন্ন করবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। এদিকে পিলখানা হত্যাকাণ্ডে বিচারিক প্রক্রিয়া নষ্ট না করার আহবানও জানান তিনি। ২০০৯ সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এই আহ্বান জানান।
রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত স্মরণসভায় সেনাপ্রধান বলেন, ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে না পারলে, কাদা ছোড়াছুড়ি করলে দেশের স্বাধাীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশজুড়ে বিভিন্ন জায়গায় যেভাবে মারামারি ও কাটাকাটি চলছে তা থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বিডিআর হত্যাকান্ড আর বর্বরতা কোন সেনাসদস্য করেনি, সম্পূর্ণটাই সে সময়ের বিডিআর সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছিলো বলে জানান সেনাপ্রধান। পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন এখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দের এ ঘটনায় জড়িত ছিলো কিনা অথবা বাইরের কোন শক্তি এখানে জড়িত কিনা তার জন্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন এটা বের করবেন এবং সময় মতো জানাবেন।
বিডিয়ার হত্যাকান্ডের ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত না করতে সবার প্রতি আহবান জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
মন্তব্য করুন