
		নিজস্ব সংবাদদাতা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। শুনানিতে মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদন্ডে হয়েছে কি-না সে প্রশ্ন তোলেন আপিল বিভাগ।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামকে মুক্ত করতে এরই মধ্যে কর্মসূচি হাতে নিয়েছে দলটি। গত ১৩ বছর ধরে কারাগারে থাকা এই নেতার রিভিউ শুনানিকে ঘিরে মঙ্গলবার দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিলো সর্বোচ্চ আদালতের দিকে।
প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে সকালে শুরু হয় রিভিউ শুনানি। শুরুতেই প্রশ্ন ওঠে মানবতাবিরোধী অপরাধের বিচারের মামলাগুলো বিচার নিয়ে। আজহারের আইনজীবী বলেছেন, পুরো বিচার প্রক্রিয়াটিই ছিল উদ্দেশ্য প্রণোদিত। কারো ক্ষেত্রেই মানা হয়নি আন্তর্জাতিক আইনের নীতি।
শীর্ষ এই জামায়াত নেতার খালাস চেয়ে সাতটি আইনি যুক্তি তুলে ধরেন আইনজীবীরা।
আদালত চত্বরে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, তারা ন্যায় বিচার প্রত্যাশা করছেন।
আজহারের রিভিউ বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। নতুন করে লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়েও সিদ্ধান্ত হবে এদিন।
মন্তব্য করুন