
		অনলাইন ডেস্ক: নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারেক রহমানই প্রথম রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা দিয়েছিলেন বলে মন্তব্য করেন, নগর বিএনপির নেতারা।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীরচর থানার কর্মশালা কুরারঘাট হাসপাতাল মাঠে অনুষ্ঠিত সমাবেশে তারা একথা বলে।
তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংবিধান সংষ্কার কমিশনের দেয়া প্রস্তাবের অধিকাংশেরই তারেক রহমানের দেয়া ৩১ দফার সঙ্গে মিল রয়েছে।
এসময় ৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহদী আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু। সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, মজিবুর রহমান মজু, ব্যারিস্টার ইরফান আমান ওমি, বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা।
মন্তব্য করুন