
		নিজস্ব প্রতিবেদক: বর্তমানে রাজধানীর কিছু এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, যা জনমনে আতঙ্ক তৈরি করেছে। তবে সরকার দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে আশ্বস্ত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও তিনি জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে বিজয় সরণির নভো থিয়েটারের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ অন্যান্য কর্মকর্তারা। সাম্প্রতিক সময়ে রাজধানীর কিছু এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারের কাজ চলছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, "যেসব এলাকায় ছিনতাই বেশি হচ্ছে, সেসব জায়গায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। যারা এই ধরনের অপরাধ করছে, তাদের দ্রুত আটক করা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।" তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি দেশের এই সংকটময় সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তা কোনোভাবেই সহ্য করা হবে না।
সরকার ইতোমধ্যে বড় ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সফল হয়েছে, তবে ছোটখাটো অপরাধের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ছিনতাই রোধে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করছে। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, "কোনো সমাজেই শতভাগ অপরাধমুক্ত অবস্থা পাওয়া যায় না। তবে আমরা চেষ্টা করছি অপরাধ নিয়ন্ত্রণে আনতে এবং খুব শিগগিরই এর সুফল পাওয়া যাবে।"
অপরাধ দমনে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে, এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখার পরামর্শ দেন আসিফ মাহমুদ।
মন্তব্য করুন