
		নিজস্ব প্রতিবেদক: নানা চড়াই উৎরাই শেষে দুই যুগেরও বেশি সময় পর, আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি’র বর্ধিত সভা। এতে সারাদেশ থেকে প্রায় ৪ হাজার নেতা অংশ নেবেন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনকে টার্গেট করে সর্বাত্মক প্রস্তুতিসহ দলের নেতাদের ঐক্য ধরে রাখার বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
গেলো ৫ আগষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে দল পুনর্গঠনে ব্যস্ত বিএনপি। ঐক্য ও শৃঙ্খলা ধরে রাখতে ১৯৯৭ সালের পর বড় পরিসরে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের বর্ধিত সভা। সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং ২০১৮ সালের নির্বাচনে দল থেকে মনোনয়ন পাওয়া ও মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া ব্যক্তিসহ প্রায় ৪ হাজার নেতা অংশ নেবেন বর্ধিত সভায়।
আগামী নির্বাচনকে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দলে ঐক্য ও শৃংখলা ধরে রাখতে চায় বিএনপি’র হাই কমান্ড। কেন্দ্রীয় নেতারা জানান, আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নানা দিক নির্দেশনা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতামত নেবেন তৃণমূলের নেতাদেরও।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ মনে করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। দাবি আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করতে বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে।
সবশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি দলের নির্বাহী কমিটির বর্ধিত সভা করেছিল বিএনপি।
মন্তব্য করুন