
		নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, সামাজিক শান্তি শৃঙ্খলা এখনও প্রতিষ্ঠা হয়নি।
বুধবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, দিন দুপুরে সন্ত্রাস, ছিনতাই, নারী ধর্ষণের মত ঘটনা ঘটছে। সাধারণের জীবনের নিরাপত্তা দিতে পারেনি এই সরকার। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।
এসময় দীর্ঘদিনের সংস্কৃতিতে যে আঘাত করা হচ্ছে সেটাও পরিকল্পিত মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন