মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

`ভাতৃত্ব ও ভালোবাসায় দেশ গড়ার আহবান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ এএম

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন গণঅভ্যুত্থানের অর্জনকে নসাৎ করার ষড়যন্ত্র এখনও চলছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে সব ষড়যন্ত্রকে ব্যর্থ করার আহ্বান জানান তিনি। বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি। নূন্যতম সংস্কার শেষ করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া আহ্বানও জানান বিএনপি চেয়ারপার্সন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনটি বর্ধিত সভা উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

৫ আগস্ট স্বৈরাচার পর পতনের এই প্রথম এক ছাতার নিচে সব নেতাদের নিয়ে প্রায় অর্ধযুগ পর বর্ধিত সভা করছে জাতীয়তাবাদী দল বিএনপি।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের চক্রান্ত এখনও চলছে।

ক্ষুদ্রস্বার্থ পরিহার করে দেশের বৃহৎ স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সন।

দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশের জন্য উন্মুখ হয়ে আছে জানিয়ে বেগম খালেদা জিয়া দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানে প্রতিহিংস ও প্রতিশোধ পরিহার করে ভাতৃত্বের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে