
		অনলাইন ডেস্ক : শুক্রবার ছুটির দিন হলেও আজও ভালো নেই ঢাকার বাতাসের মান। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অস্থান করছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) সকাল সোয়া ১১টায় ঢাকার বাতাস ২২৯ একিউআই স্কোর নিয়ে “খুব অস্বাস্থ্যকর” অবস্থায় রয়েছে।
আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুসারে, ২৬৪ একিউআই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় র্শীষে রয়েছে উগান্ডার কাম্পালা শহর। ২১৬ একিউআই স্কোর নিয়ে তৃতীয় উজবেকিস্তানের তাসখন্দ আর ২০৫ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। ফলে এসব এলাকার বায়ুর মানও “খুব অস্বাস্থ্যকর” অবস্থায় রয়েছে।
যখন কণা দূষণের একিউআই মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তখন তাকে “ভালো” বলে বিবেচনা করা হয়ে থাকে। এরপর একিউআই সূচক ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তা “মাঝারি” এবং ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে “সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে তা “অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে “খুব অস্বাস্থ্যকর” বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে “বিপজ্জনক” হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
মন্তব্য করুন