
		নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার আমলে হওয়া সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শাপলা চত্বরে হেফাজতরে হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তবে সুবিচারের জন্য সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এসময় শফিকুল আলম আরও বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে এবং পশ্চিমা বিশ্বের কাছে নিজেকে জাহির করতেই এসকল হত্যাকাণ্ড চালায় পতিত আওয়ামী সরকার, যা ২৪ এর গণহত্যার ক্ষেত্রেও প্রযোজ্য।
তবে শাপলা চত্বরের হামলার ঘটনায় কতজনকে হত্যা করা হয়েছে সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করে, এ নিয়ে সরকারের চেয়েও হেফাজতের পক্ষ থেকে তদন্ত হলে আরও নিঁখুত হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন