
		নিজস্ব প্রতিবেদক : আজ শেষ হচ্ছে মাসব্যাপী অমর একুশে বই মেলা। পুরো আয়োজন জুৃড়ে তাই ভাঙনের সুর। আসরের শেষদিনে দর্শক ক্রেতাদের বাড়তি ভিড় ছিলো কাঙ্খিত বইয়ের খোঁজে। তবে এবার লোক সমাগমের তুলনায় বই বেচাকেনা কম হয়েছে বলে জানিয়েছেন প্রকাশক ও বিক্রেতারা।
প্রাণের অমর একুশে বইমেলায় আজ ভাঙনের সুর। মাসব্যাপী চলা এই আয়োজনের পর্দা নামছে আজ। শেষ দিনটিতে স্বজন, বন্ধুদের সাথে নিয়ে মেলায় এসেছেন দর্শনার্থীরা।
শুক্রবার শিশু প্রহরে সকাল ১১টায় খোলে মেলার দ্বার। শেষ দিনে পরিবারের সদস্যদের হাত ধরে মেলায় আসে শিশুরা। শিশু কর্নারের বিভিন্ন আয়োজন উপভোগের পাশাপাশি চলে বই কেনাও।
সকাল থেকেই বড়দের আগমনও ছিলো চোখে পড়ার মত। শেষ দিনে স্টলে স্টলে ঘুরে শেষ মুহূর্তে পছন্দের বইটি বেছে নেন পাঠকরা।
তবে এবছর জনসমাগমের তুলনায় আশানুরূপ বই বিকিকিনি হয়নি বলে হতাশার সুর প্রকাশক ও বিক্রেতাদের।
বই প্রমীদের এক বছরের অপেক্ষায় রেখে আজ পর্দা নামছে এবারের বই মেলার। তাই লেখক-পাঠকদের মনে আজ বেদনার সুর। তবে শেষ সময়ে পছন্দের বই সংগ্রহ করতে ভুলছেন না তারা।
মন্তব্য করুন