
		নিজস্ব সংবাদদাতা: প্রথম রমজানেই জমে উঠেছে রাজধানীর ইফতার বাজার। রমজানের শুরুতেই পছন্দের ইফতার কিনতে বেইলি রোডের দোকানগুলোতে ছিলো ক্রেতাদের ভীড়। বেশ আনন্দ আয়োজন আর হাঁকডাকেই হয় ইফতার বিক্রি। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র¿ প্রতিক্রিয়া। সহনীয় পর্যায়ে দাম রাখার চেস্টা রেস্তোরাঁ মালিকদের।
প্রতিবারের মতো এবারো রয়েছে ইফতারের এমন জমজমাট আয়োজন। রোববার যোহরের নামাজের পর থেকে বেলা যত গড়িয়েছে ততই জমে উঠেছে রাজধানীর বেইলী রোডের ঐতিহ্যবাহী ইফতারের বাজার। নবাবী ভোজের বিভিন্ন আইটেমের হালিম কিনতে লাইন দিচ্ছেন ক্রেতারা। অপরদিকে গুড়ের জিলাপিসহ বেশকিছু আইটেম বিক্রির শীর্ষে রয়েছে বেইলি পিঠা ঘর।
রোজাদারদের পাশাপাশি ভোজন রসিকরা ছুটে আসেন এখানে। নানা স্বাদের ইফতারি কিনতে ভিড় করেন বেইলী রোডের এই দোকানগুলোতে।
প্রচলিত ইফতার আইটেমের পাশাপাশি বাহারি সব ইফতার সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
ক্রেতাদের স্বাধ্যের মধ্যে ইফতারির আইটেম রাখার চেস্টা করেছেন রেস্তোরা মালিক সমিতি। দ্রব্যমূল্য কমাতে পারলে আরো কমে রোজাদারদের কাছে পছন্দের খাবার দেয়া সম্ভব হবে বলে জানান ঢাকা উত্তর রেস্তোরাঁ মালিক সমিতি।
রাজধানীর পুরান ঢাকাসহ সকল এলাকায় ক্রেতাদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। সামনে ক্রেতা আরো বাড়বে বলে জানান বিক্রেতারা।
মন্তব্য করুন