
		নিজস্ব সংবাদদাতা: দল ও গোষ্ঠীগত চিন্তার বাইতে গিয়ে এবার স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
রোববার দুপুরে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এবার ১০টি পদক দেয়ার সিদ্ধান্ত হয়।
আইন উপদেষ্টা বলেন, বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এবার স্বাধীনতা পুরস্কার দেয়া হবে না। এসময় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যোগ্যতা থাকার পরও আগে যারা স্বাধীনতা পুরস্কার পাননি সেসব সৃজনশীল মানুষকে এবছর জাতীয় পুরস্কার দেয়া হবে।
বৈঠকে পুরস্কারের প্রাথমিক তালিকা করা হয়েছে, শিগগিরই তা ঘোষণা করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।
মন্তব্য করুন