
		নিজস্ব প্রতিবেদক: ঢাকার লালবাগে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (তোসোরা মার্চ) রাতে শহিদ নগরের দুই নম্বর গলির বৌবাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নুর মোহাম্মাদের ছেলে তরমুজ ব্যবসায়ী মো. শরিফ (৪২) ও পলিথিন ব্যবসায়ী মো. বেল্লাল হোসেন (৪৬)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
স্থানীয়রা জানান, মাদক ব্যবসার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ব্যবসায়ীদের ওপর হামলা করেছে। দীন ইসলাম ও নিশান এই হামলায় নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ তাদের।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশ্যনু জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন