
		নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী চাদাবাজদের সাথে জড়িত।
বৃহস্পতিবার রাতে মেজর মেহেদীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে লালবাগ থানা ও রাজারবাগ রিজার্ভ পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সেনা সদস্যদের সহযোগিতা করেন।
অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি মো. হুমায়ুন কবির (৪৬) কে তার বাসা থেকে আটক করা হয়। এ ছাড়া মোঃ শাকিল (২৫) ও মোঃ আরিফুল আহমেদ (২৫) সহ মোট ২৪ জনকে আটক করে যৌথ বাহিনী।
পরে রাতে তাদের লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক হুমায়ুন কবির এলাকার সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের সহযোগী হিসেবে পরিচিত। এদিকে কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে মোঃ রুবেল মিয়া ওরফে (খ্রিস্টান রুবেল,) নামে এক চাদাবাজকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন