
		অনলাইন ডেস্ক: রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
গত রোববার(২৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ১৬০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়। আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ। ঐ রাতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
পুলিশ জানায়, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রীর ‘ডি ব্লক’ এলাকায়। রোববার দোকান থেকে বাসায় ফেরার সময় তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এ ছাড়া তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং ছুরিকাঘাত করে।
মন্তব্য করুন