
		নিজস্ব সংবাদদাতা: রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণালঙ্কার ও অর্থ লুটের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এরসঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। ঈদ মৌসুমে শপিংমলে নিরাপত্তা নিয়োজিত কর্মীদের মধ্যে একজনকে অপরাধী গ্রেফতারের ক্ষমতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। প্রকাশ্যে গুলি করে নগদ টাকাসহ স্বর্ণলঙ্কার লুটের ঘটনায় ১২ দিন পর পুলিশের হাতে ধরা পড়ে জড়িত ৬ জন। উদ্ধার করা হয় ডাকাতির ঘটনায় ব্যবহার করা দুই রাউন্ড গুলিসহ অস্ত্র, নগদ ২ লাখের বেশি টাকা, ভিকটিমের দেয়া বক্তব্য অনুযায়ী ২শ ভরির স্বর্ণের মধ্যে প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণ এবং দুটি মোটরসাইকেলের মধ্যে একটি মোটরসাইকেল। এ বিষয়ে শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি জানান, ডাকাতির ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। মব জাস্টিসের সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি ও লুটপাটের ঘটনা ঘটছে বলে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, কোনো ব্যাক্তির দ্বারা অভিযান পরিচালনা হয় না। ব্রিফিংয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর প্রসঙ্গ উঠলে কমিশনার জানান, সংঘর্ষের ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ করেন শপিংমলগুলোতে নিরাপত্তা বাড়াতে বিকল্প ব্যবস্থা নেয়ার কথা।আিইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় সন্তোষজনক বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার।
মন্তব্য করুন