মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১২:৫৭ পিএম

অনলাইন ডেস্ক: আগামী ১৪ মার্চ থেকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

রোববার (৯ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি জানান, ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে আগামী ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রতিবারের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিক্রয় করা হবে।

এ ক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ মার্চ বিক্রি করা হবে ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট। পরদিন ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট। একইভাবে ১৬ মার্চ- ২৬ মার্চের, ১৭ মার্চ- ২৭ মার্চের, ১৮ মার্চ- ২৮ মার্চের, ১৯ মার্চ- ২৯ মার্চের এবং ২০ মার্চ বিক্রি হবে ৩০ মার্চের অগ্রিম টিকিট।

তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। এ ক্ষেত্রে ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এ ক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে