
		নিজস্ব সংবাদদাতা: প্রায় ৭ ঘণ্টা অবরোধের পর রাজধানীর বনানী ও আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুরে প্রশাসনের দাবি পুরণের আশ্বাসে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। এর আগে সকালে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা।
রাজধানীর বনানী এলাকায় সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বিমানবন্দর সড়ক পরাপারের সময় মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিককে চাপা দেয় পিকাপ ভ্যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরেক নারী পোশাকশ্রমিক।
এর প্রতিবাদে পোশাক শ্রমিকরা দুইপাশের সড়ক বন্ধ করে দেয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পেও যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা।
এসময় নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ, দুর্ঘটনার জন্য দায়ী চালককে গ্রেফতার, ফুট ওভার ব্রিজ নির্মানসহ বিভিন্ন শর্ত দেয় শ্রমিকরা।
এ কারণে বনানী, মহাখালী, গুলশান ও আশপাশের সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা রাস্তা আটকা থেকে হেঁটে কর্মস্থলে যায় নানা শ্রেণি পেশার মানুষ।
পরে ওই নারী শ্রমিককে চাপা দেয়া পিকাপ ভ্যানটি জব্দ করে পুলিশ। আর প্রশাসনের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে দুপুর দুইটার দিকে সড়ক ছেড়ে যায় পোশাক শ্রমিকরা। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাকি হয়।
মন্তব্য করুন